- Views 0
- Likes 0
হজরত শাহ্ সূফী সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাগী আলওয়াসী (র.) মাজার শরীফ।
স্থান: মেহেদীবাগ, কলকাতা, ভারত।
খাজাবাবার মাশুক কুতুবুল এরশাদ শাহসূফী হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (রহ.) ছাহেবের ফাতেহা শরীফ।
১৭ই সফর ১৩৩৮হিজরী মোতাবেক ২৫শে কার্তিক ১৩২৬ বাংলা, মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ টায় ওফাত করেন।
প্রতি বাংলা বছরের ২৮, ২৯ ও ৩০ অগ্রহায়ণ ওরছ শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে।
খেলাফত প্রাপ্তি: রাসূলনোমা আল্লামা হযরত শাহ্ সূফী সৈয়দ ফাতেহ্ আলী ওয়াইসী (র.) ছাহেবের খলিফা সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (র.)
খেলাফতি প্রদান: রাসূলনোমা আল্লামা হযরত শাহ্ সূফী সৈয়দ ফাতেহ্ আলী ওয়াইসী (র.) ছাহেবের খলিফা সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (র.) হুজুরপাকের একমাত্র পাগড়িধারী খাছ খিলাফত প্রাপ্ত ওলী-আল্লাহ হযরত খাজা শাহ্ সূফী মোহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী নকশেবন্দী মোজাদ্দেদী (রহ.) ছাহেব।
মন্তব্য করুন