- Views 4463
- Likes
এম সুরুজ্জামান : “তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো” এই শ্লোগানকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র আয়োজনে র্যালী, আলোচনা ও পথসভা অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে আবার সমবেত হয়। পরে সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ-সভাপতি কোহিনুর রুমা প্রমুখ। আলোচনায় সভায় বক্তরা বলেন, সহজে তথ্যপ্রাপ্তি এবং ব্যবহার প্রত্যেক নাগরিকের অধিকার। গণতান্ত্রিক অধিকার, সুশাসন প্রতিষ্ঠায় ও দুর্নীতি প্রতিরোধে সহজে সঠিক তথ্যপ্রাপ্তি নিশ্চিত করণের বিকল্প নেই। তথ্যপ্রাপ্তি আরো সহজ করতে আলোচনা সভায় মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলার সকল সরকারি অফিসে সিটিজেন চার্টার টাঙ্গানোর জন্য অনুরোধ করেন।
মন্তব্য করুন