টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আজ আমি অবসর নিচ্ছি…

ব্যর্থতায় শেষ হয়েছে টাইগারদের এশিয়া কাপ। টানা দুই হারে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। শূন্য হাতে দেশে ফিরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহীম। অবসরের খবরটি নিজেই জানিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমাকে প্রেরণা যুগিয়েছে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আজ আমি অবসর নিচ্ছি।’

ওয়ানডে এবং টেস্টে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক, ‘আমি বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে দেশের জন্য আরো কিছু করতে পারব।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধ্যায়ের ইতি টানলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মুশফিক। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগসহ (বিপিএল) অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লীগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে।’

মিডল অর্ডারে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহীম। ‘মিস্টার ডিপেন্ডেবল’ তকমা পাওয়া এই ব্যাটার টি-টোয়েন্টি ফরম্যাটে বিবর্ণ ছিলেন দীর্ঘদিন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

গ্রাম বাংলা

ধর্ম ও কর্ম

লাইফস্টাইল

ঘোষনাঃ