- Views 5373
- Likes
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি প্রকল্পের অর্থায়নে ২৬ অক্টোবর বুধবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ লক্ষ টাকার ফার্নিচার বিতরণ করা হয়। সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন এর সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের হাতে ফার্নিচার প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসিল্যান্ড (ভূমি) মোঃ আবু রায়হান আহাম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান প্রমূখ। ফার্নিচারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, কোনাগাও স:প্রা:বি:-১৮ জোড়া ব্যাঞ্চ, শালধা স:প্রা:বি:-১৭ জোড়া ব্যাঞ্চ, পাইকুড়া উ:বি:-১৯ জোড়া ব্যাঞ্চ, উঃ দিঘীরপাড় স:প্রা:বি:-২০ জোড়া ব্যাঞ্চ, দঃ দিঘীরপাড় স:প্রা:বি:-৫ জোড়া ব্যাঞ্চ, ১টি লাইব্রেরিয়ান টেবিল ও পূর্ণ বিদ্যুৎ সংযোগ।
মন্তব্য করুন